মোগাদিশুতে ইসলামী প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব এর তীব্র আক্রমণ

মধ্য সোমালিয়ার হিরান রাজ্যে গত সোমবার থেকে প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব মুজাহিদিন ও পশ্চিমা সমর্থিত মোগাদিশু বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে।অঞ্চলটিতে নতুন করে শুরু হওয়া এই যুদ্ধে মোগাদিশু বাহিনী শতাধিক সৈন্য হারিয়েছে বলে জানা গেছে।

শাহাদাহ এজেন্সির তথ্যমতে, গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবারেও পূর্ব হিরান রাজ্যের ৫টি এলাকায় ৭টি হামলা চালিয়েছে মোগাদিশু বাহিনী। এসময় মোগাদিশু বাহিনীর সহায়তায় এই যুদ্ধে অংশ নেয় জিবুতি দখলদার সেনাবাহিনী। কিন্তু অঞ্চলগুলোতে আশ-শাবাব মুজাহিদিনরা তীব্র পাল্টা আক্রমণে শুরু করলে মোগাদিশু বাহিনীর সবকটি হামলা ব্যর্থতায় শেষ হয়।

সূত্রমতে, এই যুদ্ধগুলোর মধ্যে শুধু বুলুবার্দি শহরের উপকণ্ঠে বিরা ইয়াবালে সংঘটিত লড়াইয়ে শাবাবের হাতে মোগাদিশু বাহিনী অন্তত ২৬ সৈন্য নিহত এবং আরও ৬৫ সৈন্য আহত হয়েছে, হতাহতদের মধ্যে বেশ কয়েকজন অফিসারও রয়েছে। এলাকাটিতে মোগাদিশু বাহিনী ও শাবাব মুজাহিদদের মধ্যে সংঘটিত লড়াইটি বৃহস্পতিবার দুপুর থেকে শুরু করে সন্ধ্যার পর পর্যন্ত স্থায়ী হয়েছিল। এদিন কয়েক ঘন্টার তীব্র লড়াইয়ে মোগাদিশু বাহিনী ভারী ক্ষয়ক্ষতির শিকার হতে শুরু করে, ফলে মোগাদিশু বাহিনী ও দখলদার জিবুতি বাহিনী যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

সূত্র: chirpwire

Share With freinds & Others

Leave a Comment