হিন্দুত্ববাদের কালো থাবায় ভারতীয় মুসলিমরা,মুসলিম থেকে হিন্দু হলেই পাবে মাসিক ভাতা ও কর্মসংস্থান

চলমান কুম্ভ মেলায় ইসলাম ধর্মচ্যুত উত্তর প্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন অধ্যক্ষ ওয়াসিম রেজভী, যে ২০২১ সালে ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করে,তার বর্তমান নাম জ্যোতিন্দ্র নারায়ণ ত্যাগী ঘোষণা করে যদি কেউ ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করে তাহলে তাকে প্রতি মাসে ৩০০০ রুপি করে দেওয়া হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে। তাছাড়াও ইসলাম ধর্মচ্যুতদেরকে নিয়ে একটি বিশেষ বোর্ড গঠন করারও ঘোষণা দেয় এই ধর্মত্যাগী খোদাদ্রোহী মুরতাদ। অথচ এই একই ধরনের কোন কথা যদি ভারতের কোন মুসলিম যদি এমন ঘোষণা দিতো তাহলে ভারতের বিজেপি, আএসএস, শিবসেনা এবং ভারতীয় মিডিয়াগুলো জোরপূর্বক ধর্মান্তরিত করার অভিযোগ এনে বাড়িতে অগ্নিসংযোগ বা নানা ধরনের হামলা, মামলার মাধ্যমে হেনস্থা ও লাঞ্ছিত করত।বাংলাদেশের মধ্যে ঘটলে কথিত সুশীল ও ভারতীয় মিডিয়া এটা নিয়ে জোরালো অপপ্রচার চালাতো। অথচ কথিত গনতান্ত্রিক রাস্ট্র ভারতের মধ্যে এই ঘোষণার পরেও বেশিরভাগ ভারতীয় মিডিয়ার চুপ থাকাটা এটাই প্রমাণ করে যে ভারতের আভ্যন্তরীণ কার্যক্রমে হিন্দুত্ববাদ কতটা শিকড় গেড়েছে। তাই মুসলমানদের জান,মাল ও অস্তিত্ব রক্ষার প্রশ্নে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার ব্যপারে সিদ্ধান্ত নেওয়া এখন সময়ের দাবী। নতুবা অচিরেই ভারত – বাংলাদেশের মুসলমানদের অবস্থা আন্দালুসিয়ার (স্পেন-পর্তুগাল) মতো নিশ্চিহ্ন হয়ে যাবে বলে মনে করছেন অনেকে।

তথ্যসূত্র :

ভিডিও দেখুন…..https://tinyurl.com/bdfs84w8

ভিডিও ডাউনলোড করুন- https://tinyurl.com/bd92t32t

Share With freinds & Others

Leave a Comment