আরসা নেতা আতাউল্লাহ জুনুনিকে নিজেদের নেতা সম্বোধন করে রোহিঙ্গা মসজিদে দোয়ার আয়োজন

বর্তমানে অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে না জেনে বুঝে অর্থাৎ রোহিঙ্গা মুসলমানদের আভ্যন্তরীণ বিষয়ে না জেনেই আরাকান রোহিঙ্গা সালভেসন আর্মি (আরসা)কে মিয়ানমার সরকারের দালালচক্র বলছেন। আরাও বলতে শোনা যায় যে আরসা প্রধান বা আরসা নাকি রোহিঙ্গাদের প্রত্যাবর্তন চায় না। আসলে সহজ হিসাবটা অনেকেই বুঝতে পারে না। আরসা রোহিঙ্গাদের প্রত্যাবর্তন চায় কিন্তু সেটা বিজয়ের পর। কারণ এই অবস্থায় যদি রোহিঙ্গাদের প্রত্যাবর্তন করা হয় তাহলে তাদের উপর আবারও বিপর্যয় নেমে আসবে। তাছাড়া রোহিঙ্গাদের মসজিদে আবু আম্মার আতাউল্লাহ জুনুনিকে তাদের নেতা বলে মুক্তির জন্য মোনাজাত করা এটাই প্রমাণ করে যে,রোহিঙ্গা মুসলমানদের স্বার্থের বিরুধী কোন কাজ আরসা করেনা। বরং তারাই বর্তমানে রোহিঙ্গা মুসলমানদের আশা ও ভরসার প্রতীক।

Share With freinds & Others

Leave a Comment