সন্ত্রাসী আরাকান আর্মি (AA) উত্তর মংডুর ইউ কাই চেইক গ্রাম গুচ্ছের তিনটি গ্রামের রোহিঙ্গা বাসিন্দাদের ১৫ এপ্রিলের মধ্যে তাদের ঘরবাড়ি ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে। নয়টি ব্লক নিয়ে গঠিত গ্রামে দীর্ঘদিন যাবত রোহিঙ্গা মুসলিমরা শান্তিপূর্ণভাবে বসবাস করছিলেন। কিন্তু গত সপ্তাহে সন্ত্রাসী আরাকান আর্মির সাথে গ্রামবাসীর বৈঠকে বেশ কিছু বিধিনিষেধ জারি করে। সেগুলো হলোঃ
কারফিউ সন্ধ্য ৬ টা থেকে সকাল ৬ টা।
কোথাও ভ্রমণে গেলে অনুমতিপত্র দেয়া বাধ্যতামূলক।
বাহিরের অতিথি এলে রিপোর্ট করা বাধ্যতামুলক।
এছাড়া প্রতিটি পরিবারকে একটি বাঁশের খুটি এবং দশটি টিন সংগ্রহ করতে বলা হয়েছে যা রোহিঙ্গাদেরকে জোরপূর্বক শ্রম এবং সম্পদের অপব্যবহার দিকে ইঙ্গিত করে। ১৫ এপ্রিলের মধ্যে ঘরবাড়ি ত্যাগ না করলে এর পরিণতি ভয়াবহ হবে বলে জানিয়েছে তারা। এর মাধ্যমে তারা রোহিঙ্গাদের উপর আবারো গণহত্যা চালানোর ভয়াবহ ইঙ্গিত দিয়েছে।
🔴 নিষেধাজ্ঞা জারির পর একজন রোহিঙ্গা মুসলিম কান্নারত অবস্থায় বলেন
, এটাই আমাদের ভূমি, এটাই আমাদের বাড়ি। সন্ত্রাসী আরাকান আর্মি আমাদেরকে নির্যাতন, কষ্ট ছাড়া কিছুই দেয় নি।
🔴 সন্ত্রাসী আরাকান আর্মির এই ভয়ংকর নিষেধাজ্ঞা সরাসরি রোহিঙ্গাদের গনহত্যার হুমকি দেয় যা রোহিঙ্গাদের স্বাভাবিক জীবন হুমকির মধ্যে পড়েছে। আন্তর্জাতিক ভাবে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত না করলে সামনে রোহিঙ্গা মুসলিমরা আরো ভয়াবহ গনহত্যার সম্মুখীন হতে পারে।🔴
Cozv CzX kHxIRGv WZpqu FEmTBXmQ NLXLjgfp tgAKj